আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার(Alipurduar) শহরে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি নিজেই জলাশয় ভরাট করছিলেন বলে সংবাদমাধ্যমের কাছে তা স্বীকার করে নিয়েছেন। শাসকদলের স্থানীয় নেতারা সরাসরি জলাশয় ভরাটে যুক্ত থাকার অভিযোগ ওঠায় ইতিমধ্যেই বিরোধী শিবিরে সমালোচনার ঝড় উঠেছে। আলিপুরদুয়ার শহরে ১২ নম্বর ওয়ার্ডে একটি জলাশয় দখলকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। সেই জলাশয় দখলের খবর উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হতেই নড়েচড়ে বসেছে পুরসভা ও প্রশাসন। সোমবার অর্থমুভার দিয়ে সেখানে ভরাট করা মাটি সরানোর কাজে হাত লাগায় পুরসভার কর্মীরা।
তৃণমূল কংগ্রেসের ১২ নম্বর ওয়ার্ড সভাপতি বেনু দে বলেন, ‘আমার কয়েকটি টোটো রাখার জন্য ওই জলাশয় ভরাট করেছিলাম। পুরসভা এদিন জবরদখলমুক্ত করার কাজ শুরু করেছে। সেই কাজে বাধা দেইনি।‘ ওই ওয়ার্ডের কাউন্সিলার পুরসভার তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়। দীপ্তবাবুর ঘনিষ্ঠ ওই ওয়ার্ড সভাপতি এ ধরনের জলা দখলের কাজ করায় শাসকদলের অন্দরেই এ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও দীপ্তবাবু বলেন, ‘আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই জলা দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছি। পুরসভা চেয়ারম্যানের সঙ্গেও এ ব্যাপারে কথা হয়েছে। শহরের কোথাও নতুন করে জলাশয় ভরাট বা দখল হতে দেওয়া যাবে না।‘
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ