ডিজিটাল ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রাজ্যে তৃণমূল সংগঠনিক শক্তি বৃদ্ধির পথে। কিছুদিন আগেই মেঘালয়ে বিরোধী দল হিসেবে পা রেখেছে তৃণমূল কংগ্রেস। দলের কর্মসমিতির বৈঠকের পর জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কমিটি এবং সাংগঠনিক পদ ঘোষণা করবেন শীঘ্রই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুযায়ী মঙ্গলবার মেঘালয়ে রাজ্য কমিটি ঘোষণা করা হল। জানা গিয়েছে, ১১ জন বিশিষ্ট নেতাকে নিয়ে রাজ্য কমিটি তৈরি হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন চার্লস পিনগ্রোপে। সেইসঙ্গে সহ-সভাপতি হয়েছেন ৬ জন। সাধারণ সম্পাদক করা হয়েছে দুজনকে এবং দুজনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সব মিলিয়ে মেঘালয় রাজ্যে তৃণমূল তাঁদের শক্তি বৃদ্ধির পথে যে এক ধাপ এগোল, তা বলাইবাহুল্য।
আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের