ডিজিটাল ডেস্কঃ হাতে আর মাত্র একদিন। তারপরেই শুরু হয়ে যাবে বাগদবীর আরাধনা। ইতিমধ্যেই সমস্ত স্কুল-কলেজগুলিতে ব্যস্ততা তুঙ্গে। কিন্তু তার মধ্যেই সরস্বতী পুজো নিয়ে ডোমজুড়ের কলেজে শুরু হয়ে গেল তীব্র বিতর্ক। প্রসঙ্গত শোনা যাচ্ছে, ডোমজুড় আজাদ হিন্দ কলেজে
তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে গেল সরস্বতী পুজো। সূত্রের খবর, মঙ্গলবার আজাদ হিন্দ কলেজের ছাত্র পরিষদের দুই পক্ষই দাবি করতে থাকে তাঁদের ওপরই সরস্বতী পুজো করার দায়িত্ব রয়েছে।
কার্যত দুই পক্ষ পুজোর আয়োজন শুরু করে বলে জানা গিয়েছে। আর সেখান থেকেই শুরু হয় যাবতীয় সমস্যা। জানা গিয়েছে, মঙ্গলবার যখন কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের এক পক্ষ আলপনা দিতে শুরু করে তখন অপরপক্ষ সরস্বতী প্রতিমা নিয়ে কলেজে প্রবেশ করতে যায়। আর তখনই লাগে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। অন্য গোষ্ঠী সরস্বতী প্রবেশে বাধা দেয় বলে জানা গিয়েছে। তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়, ঠাকুরের বায়না আগেই হয়ে গিয়েছে। তাই নতুন করে আর ঠাকুর আনা যাবে না। দুই পক্ষের বিবাদ মুহুর্তের মধ্যে হাতাহাতিতে পৌঁছে যায়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে।
খবর যায় পুলিশে। এরপর ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় উপস্থিত হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে এই ঘটনায় হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। বরং তাঁদের তরফ থেকে বলা হয়েছে, কলেজের ছাত্ররা যখন পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন বহিরাগত ছাত্ররা এসে ঝামেলা করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।