ডিজিটাল ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(social media) রাহুল গান্ধির(Rahul Gandhi) বেশ কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে। যদিও এই ভিডিও খতিয়ে দেখেনি উত্তরবঙ্গ সংবাদ। তবে সূত্রের খবর, কয়েক সেকেন্ডের এই ভিডিওতে রাহুল গান্ধিকে নাইট ক্লাবের মায়াবী আলোয় দেখা যাচ্ছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা প্রসঙ্গত, এই ভিডিও টুইট করে বিজেপির তরফ থেকে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক কটাক্ষ করা হচ্ছে। আর এবার রাহুল গান্ধির পাশে এসে দাঁড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কার্যত তিনি ট্যুইটের মাধ্যমে বলেন, রাহুল গান্ধি বা অন্য যে কেউই হোক না কেন, নাইট ক্লাবে যান বা যেখানে খুশি যান, তা নিয়ে কথা বলার অধিকার কারওর নেই। খুব স্বাভাবিকভাবেই মহুয়া মৈত্রের(Mahua Maitra) নিশানায় যে বিজেপি থাকছে, তা বলাইবাহুল্য। পাশাপাশি রাহুল গান্ধির ভিডিও ইস্যুতে মহুয়া মৈত্র যেভাবে প্রতিক্রিয়া দিলেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : রাহুল গান্ধিকে নিয়ে তীব্র জল্পনা, কি করছেন তিনি নেপালে?