শিলিগুড়িঃ তৃণমূলের জয়জয়কার শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদ নির্বাচনে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির পর এবার মহকুমা পরিষদের সিংহভাগ আসন দখল করল তৃণমূল কংগ্রেস। টানা তিন দশক শিলিগুড়ি মহকুমা পরিষদের ক্ষমতায় থাকা বামেদের হঠিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত এককভাবে দখলে নিল তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েতস্তরে গুটি কতক আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল বামদের। শুধু তাই নয় বামেদের থেকেও বেশি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা। দ্বিতীয় স্থানে থেকেও তৃণমূলের থেকে অনেকটাই দূরে বিজেপি। তৃণমূল জিতলেও মহকুমা পরিষদের সভাধিপতির পদপ্রার্থী কাজল ঘোষের হেরে যাওয়া অঘটন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
লালবাড়ির দখল নিল তৃণমূল কংগ্রেস। রাজ্যে তৃণমূল (TMC) ক্ষমতায় আসলেও এতদিন শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলে নিতে পারেনি তৃণমূল কংগ্রেস। সম্প্রতি শিলিগুড়ি পুর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। এবার বামেদের হাত থেকে তৃণমূল ছিনিয়ে নিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। এবারের নির্বাচনে নজর ছিল ফাঁসিদেওয়ার ৮ নম্বর আসন ও ৫ নম্বর আসনের দিকে। ৮ নম্বর আসনে তৃণমূলের আইনুল হকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তৃণমূলেরই এক যুব নেতা আখতার আলি।এই আসনে জয়ী হয় আইনুল হক। তবে অঘটন ঘটে ৫ নম্বর আসনে। এই আসনে তৃণমূল প্রার্থী তথা বিগত বোর্ডের বিরোধী দলনেতা কাজল ঘোষ ২১৯ ভোটে হেরে যায় বিজেপির অজয় ওঁরাও এর কাছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ টি আসনের মধ্যে ৮ আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, আর অপর আসনটি দখল করে বিজেপি। মহকুমা পরিষদের অন্যান্য আসনগুলিতে জয়ী হয়েছে, আইনুল হক, প্রীয়াঙ্কা বিশ্বাস, কিশোরী মোহন বর্মন, জ্যোতি তির্কি, অরুণ ঘোষ, কুমোদিনী বরাইক ও রোমার রেশমি এক্কা।
শিলিগুড়ি মহকুমার সবকয়টি পঞ্চায়েত সমিতি দখলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির ১২ টি আসনে তৃণমূল জয়ী হয়েছে ৯ টি আসনে বাকী ৩টি আসনে জয়ী হয়েছে বিজেপি। মাটিগাড়া পঞ্চায়েত সমিতির ১৫ টি আসনে তৃণমূল জয়ী হয়েছে ১২ টি আসনে বিজেপি জয়ী হয়েছে ১ টি আসনে।নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির ১৮ টি আসনে তৃণমূল জয়ী হয়েছে ১৭ টি আসনে বিজেপি জয়ী হয়েছে ১ টি আসনে। ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির ২১ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১৭ টি আসন বিজেপি পেয়েছে ২ টি আসন এবং নির্দল পেয়েছে ২ টি আসন।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ছিল ৪৬২। সেখানে ৩২০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বিজেপির দখলে রয়েছে ৮৬টি গ্রাম পঞ্চায়েতের আসন। কংগ্রেস জিতেছে ২১টি গ্রাম পঞ্চায়েতের আসনে। সিপিএম ১৫টি গ্রাম পঞ্চায়েতের আসন জিতেছে। ২০টি গ্রাম পঞ্চায়েতের আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।
প্রায় সাড়ে তিন দশক ধরে শিলিগুড়ি মহকুমা পরিষদ ছিল বামেদের দখলে। তবে বছর তিনেক আগে মহকুমা পরিষদের বোর্ডের মেয়াদ ফুরিয়েছিল। তারপর থেকে ভোট বকেয়া ছিল। বিধানসভা ভোটে শিলিগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়ি জিতেছিল বিজেপি। কিন্তু মহকুমা পরিষদ ভোটে বিজেপির পায়ের তলার মাটি কার্যত ধসিয়ে দিল তৃণমূল কংগ্রেস।