ডিজিটাল ডেস্কঃ এবার মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীতই ভুল গাইলেন তৃণমূল কাউন্সিলর। আর তাই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। প্রসঙ্গত জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের লাগামছাড়া পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার কাঁথি শহরে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রকাশ গিরি সহ অন্যান্য নেতৃত্ব। আর এই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন কাঁথি পুরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান রিনা দাস। জানা গেছে, তিনি সবার সাথে মঞ্চে দাঁড়িয়ে ভুল জাতীয় সংগীত গেয়েছেন। রিনা দাস একাধারে একটি স্কুলের পার্শ্বশিক্ষিকাও। এহেন রিনা দাসের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননা করার যে অভিযোগ উঠেছে, তাতে তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসক দল। একইসাথে শুরু রাজনৈতিক বিতর্কও।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতার দাবিতে তৃণমূলের বিক্ষোভ
কলকাতা: রাজ্যজুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতার দাবিতে পথে নামল তৃণমূল। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের তরফে রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাস থেকে...
Read more