প্রসেনজিৎ দাসগুপ্ত, নয়াদিল্লিঃ মেঘালয়ের খাসি ও গারো ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য সংসদে আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা তথা বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভায় বলতে উঠে কেন্দ্রের কাছে এই প্রস্তাব রাখেন তিনি৷ দুটি ভাষার আঞ্চলিক গুরুত্ব ও উত্তর পূর্ব রাজ্যে তার প্রভাব এবং ব্যবহারের প্রসঙ্গ তুলে খাসি ও গারো ভাষা দুটিকে অষ্টম তফসিল ভুক্ত করার আর্জি দেন সুদীপ৷ এর আগে গত ২৬ জুলাই মেঘালয় তৃণমূল ইউনিটের শীর্ষ নেতা ড. মুকুল সাংমার নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল সংসদের বাইরে এই ইস্যুতে ধর্না প্রদর্শন করে ও তাতে সমর্থন দিয়ে অংশ নেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিরাও৷ পাশাপাশি অসম-মেঘালয় সীমান্ত সংকট নিয়েও সরব হন তাঁরা। এদিন তাঁদের সেই ইস্যুই সংসদে তুলে ধরেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : দাদা প্রধানমন্ত্রী, তবু দাবি আদায়ে রাজপথে ভাই প্রহ্লাদ মোদি