ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরূপের কারণে সুপ্রিমকোর্টের (Supreme Court) কোপে অভিযুক্ত তিন তৃণমূল নেতা নেত্রী। মালদহের বরুই গ্রাম পঞ্চায়েত প্রধান সোনামণি সাহা, কর্মাধ্যক্ষ রোশনারা খাতুন এবং তৃণমূল নেতা আফসার আলীর বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার সুপ্রিমকোর্ট তিন তৃণমূল নেতা-নেত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, এই তিন তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। কার্যত তিনজনের বিরুদ্ধেই ত্রাণের ৭৬ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। জামিন অযোগ্য ধারায় মামলা করার পর থেকেই এই তিন অভিযুক্ত গা-ঢাকা দিয়েছে। কয়েক মাস গড়িয়ে গেলেও পুলিশ কিন্তু তাঁদের হদিশ পায়নি। এদিকে মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়িয়েছে। এই অবস্থায় আর্থিক তছরুপের ঘটনায় শাসকদলের নাম জড়ানোয় বেড়েছে অস্বস্তি।
আরও পড়ুন : উত্তরপ্রদেশে বিজেপি’র জয়ের পেছনের কারণ জানালেন সঞ্জয় রাউত