ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক দিন যাবত রাজ্যপাল বনাম রাজ্য সরকারের দ্বন্দ্ব প্রকট হয়েছে। আর তাই এবার রাজ্যপাল জগদীপ ধনকরের অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব আসতে চলেছে তৃণমূলের পক্ষ থেকে। কার্যত আজকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বসেছিল তৃণমূল সাংসদদের বৈঠক। সেখানেই বাজেটের রণকৌশল ঠিক করার পাশাপাশি কথা হয় জগদীপ ধনকরকে নিয়েও বলে জানা গিয়েছে। বৈঠক শেষে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা রাজ্যপালের বিষয়টি এবার সংসদে তুলে ধরবেন। কার্যত রাজ্যপাল যেভাবে রাজ্যের প্রতিটি ব্যাপারে হস্তক্ষেপ করছেন তা নিয়ে ভাবার সময় এসেছে। লোকসভাতেও রাজ্যপাল জগদীপ ধনকরের প্রসঙ্গটি তৃণমূল তুলবে বলে তিনি জানিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা আরও একবার রাজনৈতিক চাপানউতোর বাড়াতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : স্কুল-কলেজ খোলার দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে এসএফআইয়ের প্রতিবাদ