শিলিগুড়ি: পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফলের আশায় চা বাগানের শ্রমিকদের মন জয়ের চেষ্টা শুরু করে দিল তৃণমূল। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে চা শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনে নামছে রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার শিলিগুড়িতে তৃণমূল নেতা তথা শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘গত বিধানসভা নির্বাচনের আগে এক হাজার কোটি টাকা বরাদ্দের কথা বলেছিল কেন্দ্র। কিন্তু এখনও তা পাননি চা শ্রমিকরা। আধার এবং পিএফ সমস্যা মেটানো হচ্ছে না। তাই আন্দোলন করা হচ্ছে।‘ পাশাপাশি এদিন মেয়র গৌতম দেবও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন।
আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ৯ ডিসেম্বর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে একযোগে পদযাত্রা শুরু হবে। ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় সমাবেশ হবে জলপাইগুড়ির পিএফ অফিসের সামনে।
আরও পড়ুন : বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক র্যালি রায়গঞ্জে