আশিস মণ্ডল, রামপুরহাট: বোমা ছুড়ে এক তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাটে (Rampurhat)। মৃতের নাম ভাদু শেখ (৩৮)। তিনি রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বগটুই মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ফোন করছিলেন ওই তৃণমূল নেতা। সেই সময় দুটি মোটরবাইকে চার দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পর পর কয়েকটি বোমা ছোড়ে। ঘটনায় গুরুতর জখম হন ভাদু শেখ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উপপ্রধানকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বগটুই গ্রামে। শুরু হয় বোমাবাজি (Bombing)। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূলের রামপুরহাট ১ ব্লক সভাপতি আনারুল হোসেন বলেন, ‘ভাদু শেখ রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। সে সময় দুষ্কৃতীরা বোমা ছুড়ে তাঁকে খুন করেছে। এর সঙ্গে রাজনৈতিক যোগ থাকতে পারে। আমরা পুলিশের কাছে দুষ্কৃতীদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছি। বছরখানেক আগে ওঁর দাদাকেও খুন করা হয়েছিল। এখনও সমস্ত অভিযুক্ত ধরা পড়েনি।’
এদিকে, দুষ্কৃতীদের ধরতে সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। অন্যদিকে, উপপ্রধান খুনের বদলা নিতে বগটুই গ্রামের পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন : সন্তানকে খুনের ভয় দেখিয়ে মাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত