দিনহাটা, ৮ ফেব্রুয়ারিঃ সিএএ, এনআরসি-র বিরুদ্ধে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল। শনিবার দিনহাটার আপন ঘরে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ জানান, সিএএ ও এনআরসি-র মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এর ফলে মানুষকে আবার ভিটেমাটি ছাড়া হতে হবে। তাই এই আইনের বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে। এদিনের সভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
দশে দশ | 08.02.2023 |
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more