দিনহাটা: দিনহাটা-১ ব্লকের জারি ধরলা ও দরিবস গ্রাম পরিদর্শন করলেন এলাকার তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। শনিবার এলাকার জেলা পরিষদ সদস্য তথা কোচবিহার (Coochbehar) জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নুর আলম হোসেনকে নিয়ে ধরলা নদী পেরিয়ে ওই দুই গ্রামে যান বিধায়ক। সেখানে যে সমস্ত বাসিন্দাদের বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে তাঁদের হাতে ত্রিপল তুলে দেন। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের শুকনো খাবার দেন।
বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ‘এর আগে নদী ভাঙন ঠেকাতে ওই এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রকল্পে বাঁধ নির্মাণের জন্য স্থানীয় বিএসএফের সঙ্গে কথা বলেছি।‘ প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে দিন দুয়েক আগে ধরলা নদীর জল বেড়ে যাওয়ায় নদীর জল জারি ধরলা ও দরিবস গ্রামে ঢুকে পড়ে। কয়েক হাজার বাসিন্দা ও গবাদিপশুর সমস্যা পড়ে। যদিও প্রশাসনের তরফে নৌকা করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় সকলকে। তবে শুক্রবার থেকে জল নামতেই ত্রান শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছেন।
আরও পড়ুন : কালজানি নদীতে ভেসে এল মৃতদেহ