ডিজিটাল ডেস্কঃ অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে এলেও তিনি কিন্তু এখনো পর্যন্ত খাতায়-কলমে ব্যারাকপুরের বিজেপি সাংসদ। আর সেই অনুযায়ী তাঁর জন্য বহাল রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা। একটা সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অর্জুন সিং এর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা বহাল করা হয়েছিল। কার্যত মাওবাদী হুমকি, ধর্মীয় মৌলবাদীদের হুমকি এবং দুষ্কৃতী বা রাজনৈতিক রেষারেষির কারণে অর্জুন সিংয়ের নিরাপত্তা জেড ক্যাটাগরি করা হয়েছিল। কিন্তু তৃণমূলে যোগ দিলেও অর্জুন সিং এখনো পর্যন্ত তাঁর সাংসদ পদ প্রত্যাহার কিংবা নিরাপত্তা প্রত্যাহারের কোনও আবেদন জানাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। অন্যদিকে মনে করা হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার না করলে অর্জুন সিং চাইলেও কিছু করতে পারবেন না। তবে অর্জুন সিং এর নিরাপত্তার বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
আরও পড়ুনঃ মেমো নয়, লোকাল চাই- দাবি নিয়ে অবরোধ রানাঘাট স্টেশনে