ডিজিটাল ডেস্ক : এবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যসভার সাংসদ দোলা সেনকে। এবং অন্য কোথাও নয়, খোদ নন্দীগ্রামে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দলের সাংগঠনিক বৈঠক ছিল নন্দীগ্রামে। আর সেই সূত্রে নন্দীগ্রাম তৃণমূল পাটি অফিসে বৈঠকে যোগ দিতে যান সাংসদ দোলা সেন। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন, রাস্তা আটকে বসে আছে আবু তাহেরের অনুগামীরা এবং তাঁদের মুখে নন্দীগ্রামের ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাসকে সরিয়ে দেওয়ার স্লোগান শোনা যায়। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা সংগঠনের কর্মসূচির কোনও খবর পাচ্ছেন না। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন দোলা এবং তাহের অনুগামীদের অনুরোধ করেন বৈঠকে যোগ দেওয়ার জন্য। যদিও তাঁরা দোলা সেন এর অনুরোধ রাখেননি বলেই জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র অস্বস্তি শাসক শিবিরের অন্দরে।
আরও পড়ুন : যুবকের মাথা থেঁতলে খুন! দেহ উদ্ধারে চাঞ্চল্য আলিপুরদুয়ারে