ডিজিটাল ডেস্ক: গোটা দেশে প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে। এই অবস্থায় সবথেকে বেশি বিপাকে পড়েছে সাধারণ মধ্যবিত্ত। মূল্যবৃদ্ধি হতে শুরু করেছে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের। এই নিয়ে এবার কেন্দ্রকে কোণঠাসা করার তাগিদে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। জানা গেছে, বুধবার সংসদে জিরো আওয়ারে মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব হন টিএমসি (TMC) সাংসদ সৌগত রায়। এবং তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত। পাশাপাশি তিনি এই ইস্যুতে সংসদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আলোচনা চান। যদিও মোদি সরকারের তরফ থেকে সাংসদ সৌগত রায়ের এই দাবিতে কর্ণপাত করা হয়নি। তাই অবশেষে তৃণমূল সাংসদরা মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেছে নিলেন সংসদের গান্ধী মূর্তির পাদদেশ। এই প্রতিবাদের ফলে কি জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত ইস্যুতে কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ গ্রহণ করবে? সেই উত্তর এখনও অধরা।
আরও পড়ুন: দিল্লির কংগ্রেস কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়ল নথিপত্র