পলাশবাড়ি: মহাসড়কের কারণে উচ্ছ্বেদ হতে যাওয়া ব্যবসায়ীদের আন্দোলনে এবার রাজনৈতিক রং লাগল। রবিবার আলিপুরদুয়ার (Alipurduar) -১ ব্লকের পলশাবাড়িতে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির তরফে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে মিছিল করা হয়। তারপর রাস্তার ধারে তৈরি করা মঞ্চে তৃণমূলের নেতা, জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুনর্বাসন না দিয়ে কাউকে উচ্ছ্বেদ করলে আন্দোলন গড়ে তুলুন। বুলডোজার দিয়ে উচ্ছেদ চলবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রীর এমন বার্তায় ব্যবসায়ীরা বাড়তি অক্সিজেন পেয়েছেন। তাই এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল উদ্বাস্তু সেলের রাজ্য নেতারা।
আরও পড়ুন: Alipurduar News | দুর্ঘটনা ঠেকাতে চালকদের চোখের চিকিৎসা পুলিশের