উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির জাহাঙ্গিরপুরীতে যাচ্ছে তৃণমূলের সংসদীয় দল। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) নির্দেশে আগামীকাল দলের সাংসদরা এলাকায় যাবেন। গত শনিবার সন্ধ্যায় হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় জাহাঙ্গিরপুরী। ইট, পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমসিম খেতে হয়। সংঘর্ষে আহত হন ন’জন। তাঁদের মধ্যে আটজন পুলিশকর্মী এবং একজন সাধারণ নাগরিক। এরপর থেকেই এলাকার পরিবেশ থমথমে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ২৩ জন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Sha)। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে আজই জাহাঙ্গিরপুরীতে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে দিল্লি পুরসভা। সংঘর্ষের পর বিজেপি রাজ্য সভাপতি পুরসভাকে চিঠি দিয়ে অভিযোগ জানান যে, সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ গড়ে তুলেছিল অভিযুক্তরা। ওই জমি দখলমুক্ত করতে বুধবার সকালেই বুলডোজার নিয়ে হাজির হন পুরকর্মীরা। উচ্ছেদ অভিযান শুরু করেন তাঁরা। কিন্তু সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দিতে উচ্ছেদ অভিযান বন্ধ হয়।
আরও পড়ুন : বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব প্রকট আসানসোলে, এবার তোপের মুখে জিতেন্দ্র তিওয়ারি