মালদা: কৃষি আইন প্রত্যাহার এবং ফসলের ন্যায্য মূল্যের দাবিতে জাতীয় সড়কে সবজি ফেলে অবস্থান বিক্ষোভে শামিল হলেন তৃণমূল কংগ্রেস নেতারা। শুক্রবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আটমাইল এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পুরাতন মালদা ব্লক তৃণমূল নেতৃত্ব।
- Advertisement -
অন্যদিকে, কৃষি আইনের প্রতিবাদে মালদার গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে শামিল হন জেলা তৃণমূল যুব কংগ্রেস। জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস ট্র্যাক্টরে বসে কৃষি আইনের বিরোধিতা করেন। জেলার প্রতিটি ব্লকে এদিন তৃণমূলের তরফে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়।