Saturday, April 20, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে থানায় বিক্ষোভ তৃণমূলের

বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে থানায় বিক্ষোভ তৃণমূলের

শিলিগুড়ি: এবার উলটপুরাণ রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা এলাকায়। নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে রবিবার রাজগঞ্জ থানায় বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূলের সন্ন্যাসীকাটা অঞ্চল কমিটি।

তাঁদের অভিযোগ, শনিবার নির্বাচনে বাম-কংগ্রেস জোট সন্ত্রাস করেছে। এমনকি মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের। দোষীদের শাস্তির দাবিতে এদিন তাঁরা রাজগঞ্জ থানায় হাজির হন। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। বিরোধীদের পালটা দাবি, নির্বাচনে পরাজয় হবে জেনেই তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে আক্রমণ করেছে। এলাকায় বাড়িঘর ভাঙচুর করা হয়েছে জোট কর্মী সমর্থকদের। বেশকিছু টোটো ও বাইক ভাঙচুরের অভিযোগে সরব হয়েছেন বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সেরাফাত হোসেন হাবিবর রহমান, আইয়ু আলী সহ বহু বাসিন্দা।

শনিবার পঞ্চায়েত নির্বাচনে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের ১১৮ নম্বর বুথের জুম্মাগছ এলাকায় ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ওঠে। ঘটনায় তৃণমূলের চারজন সহ দুপক্ষ মিলিয়ে প্রায় ৩০ জন গুরুতর জখম হয় বলে জানা গিয়েছে। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান আতিয়ার রহমানের নেতৃত্বে সন্ত্রাস করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে পালটা বাম ও কংগ্রেসের দিকেই সন্ত্রাসের অভিযোগ করেছেন আতিয়ার। তিনি বলেন, ‘জনগণ শান্তিতে ভোট দিচ্ছিল। বাম কংগ্রেস জোট ও বিজেপি লোকেরাই সন্ত্রাস শুরু করে। আমাদের লোকজনকে মারধর করা হয়েছে। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ প্রদর্শন করব।‘

কোয়ারবাড়ি, দিলুগছ, জুম্মাগছ ও চতুরাগছ এলাকা নিয়ে ১১৮ নম্বর বুথ। নির্বাচনের কয়েকদিন আগে থেকেই এই এলাকায় গণ্ডগোলের খবর শোনা যাচ্ছিল। সিপিএম নেতা অশোক রায় বলেন, ‘সন্ত্রাস ও বুথ দখল না হলে সন্ন্যাসীকাটা অঞ্চল এবার বাম কংগ্রেস জোটের দখলে আসার কথা। কিন্তু নির্বাচন শুরু হতেই গোটা অঞ্চলে শাসকদল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে।‘ প্রায় একই অভিযোগ কংগ্রেসের। দলের রাজগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত নাগের কথায়, ‘নির্বাচনে ফলাফল ভালো হবে না জেনে জুম্মাগছ, বধেয়াগঞ্জ, গিরনিগঞ্জ, নবগ্রাম সহ অগণিত জায়গায় সন্ত্রাস করেছে।‘ নির্বাচনকে প্রহসন বলেও আখ্যা দিয়েছেন তিনি।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | মাঝরাতে মৌলানি বাজারে বিধ্বংসী আগুন

0
শুভদীপ শর্মা, মৌলানি: বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল মৌলানি বাজারে। জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ ক্রান্তি ব্লকের এই বাজারে থাকা একটি দোকান...

IPL-2024 | মাহি ম্যাজিক ফিকে হল রাহুল-ডি’ককের দুরন্ত ব্যাটিংয়ে, চেন্নাইকে হারিয়ে জয় হাসিল করল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের মাঠ কাঁপালেন মহেন্দ্র সিং ধোনি। মাহির দুরন্ত ব্যাটিং সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস। ধোনির...

CCTV | বুথের সিসিটিভি ক্যামেরার ব্যাগ ফেলেই চলে গেল ভোটকর্মীরা, উদ্ধার করল এনজেপি থানার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাতে রাস্তার পাস থেকে উদ্ধার হল ৮ টি ব্যাগ ভর্তি সিসিটিভি ক্যামেরা। এদিন রাতে এগুলি উদ্ধার হয় শক্তিগড় ২...

Lok sabha election 2024 | দায়িত্ব পালনে ব্যর্থ! রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই...

Political Violence | বুথ থেকে বের হতেই প্রাণঘাতী হামলা শিলিগুড়িতে, লুটিয়ে পড়লেন বিজেপির পোলিং...

0
শিলিগুড়ি: পোলিং বুথ থেকে বের হতেই বিজেপির (Bjp) পোলিং এজেন্ট শ্যামল সরকারের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই ঘটনায়...

Most Popular