জঙ্গিপুর: ফের প্রকাশ্যে তৃমমূলের গোষ্ঠী কোন্দল। বিধায়ক জাকির হোসেনের অনুগামীরা কাজের শিডিউল দেখতে চাইতেই আক্রান্ত জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি ফিরোজ শেখ। ঘটনায় জখম টাউন সভাপতি বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হামলার ঘটনায় অভিযোগ উঠল জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, এদিনের ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।
জাকির হোসেনের অনুগামীরা অভিযোগ করে জানান, শনিবার সকালে জঙ্গিপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান ড্রেনের কাজের মান খারাপ হওয়ায় তাঁরা বরাতপ্রাপ্ত ঠিকাদারের কাছে প্রশ্ন করেন। যদিও ঠিকাদার কোনও উত্তর দিত চাননি। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছোন জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখ। সেখানে মোজাহারুল ইসলামের ছেলের সঙ্গে উপস্থিত বেশ কিছু দুষ্কৃতী আচমকাই মারধর করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মোজাহারুলের গ্রেপ্তারের দাবিতে জাকির হোসেনের অনুগামীরা রঘুনাথগঞ্জের দাদাঠাকুর মোড়ে পথ অবরোধের পাশাপাশি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জঙ্গিপুর পুরসভার পুরপ্রশাসক মোজাহারুল ইসলাম বলেন, ‘পুরসভার কর্মীরা কাজ করছিলেন। কয়েকজন সেখানে গিয়ে গণ্ডগোল শুরু করে। তাঁদের কাজের সমস্ত সিডিউল দেখানো হয়েছে। কাজে কোনও দুর্নীতি নেই। এভাবে তারা উন্নয়নে বাঁধা দিচ্ছে। আমি যদি কোনও অন্যায় করে থাকি তাহলে মানুষ বিচার করবে।’
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial