মাথাভাঙ্গা ও শীতলকুচি: শুক্রবার মাথাভাঙ্গা আদালত চত্বরে সিবিআইয়ের আইনজীবীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠল মাথাভাঙ্গা মহকুমা আদালতের সরকারি আইনজীবী সহ অন্যান্য আইনজীবীদের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মাথাভাঙ্গা আদালত চত্বরে। ঘটনার সুত্রপাত হয় এদিন মাথাভাঙ্গা এসিজিএম আদালতের কক্ষে। শীতলকুচি ব্লকের নওতাবাস বুথে ভোট পরবর্তী হিংসাত্মক ঘটনায় মানিক মৈত্র নামে এক যুবক খুন হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লকের দুই সহসভাপতি সায়ের আলি মিয়াঁ ও পূর্ণ গোবিন্দ সিংহ সহ সাত অভিযুক্তকে গত মাসেই গ্রেপ্তার করে সিবিআই। আদালতের নির্দেশে অভিযুক্তরা ১৪ দিনের জেল হেফাজতে থাকার পর শুক্রবার আদালতে তাঁদের শুনানি ছিলো। অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন জানালে মাথাভাঙ্গা মহকুমা আদালত তা খারিজ করে দেয়। এরপরেই আদালত কক্ষে সিবিআইয়ের আইনজীবীর পাশের চেয়ারে বসে থাকা সিবিআই ইন্সপেক্টরকে দেখিয়ে আপত্তি তোলেন অভিযুক্তদের আইনজীবীরা। তাঁদের অভিযোগ, আদালত কক্ষে আইনজীবীদের চেয়ারে বসতে পারেন না সিবিআই আধিকারিকরা। পরে আদালত কক্ষ থেকে সিবিআইয়ের আইনজীবী ও সিবিআই ইন্সপেক্টর বের হবার সময় অভিযুক্তদের আইনজীবীদের ক্ষোভের মুখে পরেন। আদালত চত্বরে সিবিআইয়ের আইনজীবী কৌশিক ভদ্রকে শারীরিক ভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে সরকারি আইনজীবী রবীন্দ্রনাথ রায় বসুনিয়া ও আইনজীবী ফিরোজ আলমের বিরুদ্ধে। এদিন সিবিআইয়ের আইনজীবি কৌশিক ভদ্র অভিযোগ করে বলেন ‘আদালত কক্ষে আমাকে সহযোগিতা করার জন্য সিবিআই ইন্সপেক্টর পাশের চেয়ারে বসেন। এবিষয়ে আপত্তি জানায় অভিযুক্তদের আইনজীবীরা। কিন্তু আদালতে কোনো মামলা চলার সময় যে কেউ আদালতে মামলা শুনতে উপস্থিত থাকতে পারেন। এখানে প্রভাবশালী অভিযুক্তদের জামিন করাতে পারেনি অভিযুক্তের আইনজীবীরা। তাই সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে গালিগালাজ এবং আমাকে শারিরিক ভাবে হেনস্তা করেছেন তাঁরা। বিষয়টি সিবিআইএর নজরে আনা হয়েছে। আদালতের নজরে এনে মাথাভাঙ্গা থানায় অভিযোগ জানানো হবে।’
তবে এবিষয়ে মাথাভাঙ্গা মহকুমা আদালতের সরকারি আইনজীবি রবীন্দ্রনাথ রায় বসুনিয়া জানান, শারীরিক হেনস্তার অভিযোগ ভিত্তিহীন। আদালত কক্ষে আইনজীবিদের চেয়ারে প্রভাব খাটিয়ে সিবিআইআধিকারিকদের বসিয়েছে। এবিষয়ে আপত্তি জানালে আদালত কক্ষের বাইরে এসে সিবিআইয়ের আইনজীবী আমাদের গালাগালি করে। বিষয়টি আমরাও বার অ্যাসোসিয়েশনের নজরে আনব।
আরও পড়ুনঃ কড়া লড়াইয়ে সব পক্ষ, রাজ্যে চর্চায় এই ব্যতিক্রমী পুরনিগম