হলদিবাড়ি: মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে জোরদার প্রচার শুরু করেছে হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। তার আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে মরিয়া ঘাসফুল শিবির। সেই লক্ষ্যেই চলছে প্রচার।
শনিবার সন্ধ্যায় তৃণমূলের হলদিবাড়ির কার্যালয় থেকে দলীয় প্রার্থীর সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হলদিবাড়ি বাজার সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের হলদিবাড়ি ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস, শহর তৃণমূলের সভাপতি শংকর দাস, তৃণমূল যুবর সভাপতি মানস রায় বসুনিয়া সহ অন্যরা।
- Advertisement -