রাঙ্গালিবাজনা, ১৬ ফেব্রুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল চায়ের প্যাকেট বোঝাই একটি ট্রাক। রবিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার অন্তর্গত দলদলি এলাকায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটি। ট্রাকচালকের অভিযোগ, প্রচুর চায়ের প্যাকেট লুঠ করে নিয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা। এদিন দুর্ঘটনায় ওই ট্রাকচালক অল্প জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মাদারিহাট থানার ওসি অনির্বাণ মজুমদার বলেন, ‘ঝিমুনি ভাব আসাতেই নিয়ন্ত্রণ হারান ট্রাকচালক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’
দশে দশ | 04.02.2023 |
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more