বর্ধমান: দাবি মতো টাকা দিতে না পারায় সরকারী পাঠ্য পুস্তকবাহী ট্রাক চালককে ব্যাপক মারধরের অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মসাগ্রাম এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। প্রহৃত ট্রাক চালক শেখ নজরুল এদিনই জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার ও সভাধিপতির কাছে নালিশ জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মীর শাস্তির দাবি করেছেন। অভিযোগ জমা পড়ার পরেই নড়েচড়ে বসেন জেলা পুলিশের কর্তারা। ঘটনার জন্য এক পুলিশ কনস্টেবলকে শাস্তির মুখে পড়তে হচ্ছে বলে জামালপুর থানার পুলিশ কর্তাদের কথায় ইঙ্গিত মিলেছে।
বর্ধমানের আঞ্জির বাগানের বাসিন্দা শেখ নজরুল পুলিশ ও প্রশাসনের কর্তাদের জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে বিনামূল্যে পড়ুয়াদের যেসব বই দেওয়া হয় তা নিয়ে এদিন সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সাকাল সাড়ে ৮টা নাগাদ জাতীয় সড়কে কর্তব্যরত জামালপুর থানার পুলিশ কর্মীরা তাঁর পথ আটকান। তাঁকে জানানো হয়, ‘নো-এন্ট্রি’ চলছে। এসময় ট্রাক নিয়ে যাওয়া যাবে না। যেতে হলে ৫০০ টাকা দিতে হবে বলে এক পুলিশকর্মী দাবি করেন। যদিও দাবি মতো টাকা দিতে অস্বীকার করেন তিনি। অভিযোগ, এরপরই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মদ্যপ অবস্থায় থাকা এক পুলিশ আধিকারিক লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তাঁকে। ঘটনার প্রেক্ষিতে জামালপুর থানায় অভিযোগ জানাতে গেলেও কর্তব্যরত অফিসার অভিযোগ নিতে অস্বীকার করেন বলে দাবি চালকের। তাঁর কথায়, যিনি তাঁকে মারধর করেছেন তিনি পুলিশ অফিসারই ছিলেন। কারণ সেসময় এক পুলিশকর্মী ওই মদ্যপ পুলিশকর্মীকে ‘স্যার’ বলে সম্বোধন করে মারধর না করার জন্য অনুরোধ করছিলেন।
জেলা পুলিশ সপার কামনাশীস সেন জানিয়েছেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’ যদিও জামালপুর থানার এক পুলিশ কর্তার দাবি, ট্রাক চালকের কাছে টাকা চাওয়া বা মারধরের অভিযোগ সত্য নয়। পুলিশের কেউ মদ্যপ অবস্থাতে ছিল না। থানাতেও কেউ অভিযোগ জানাতে আসেননি। ওই পুলিশ কর্তা এও বলেন, ‘ভোর সাড়ে ৪ টে থেকে হাইরোডে ‘নো-এন্ট্রি’ চলছিল। তাই সমস্ত গাড়ি পার্কিংয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল। ট্রাকটিকেও পার্কিংয়ে দাঁড় করানো হয়। এরপর কর্তব্যরত পুলিশকর্মীরা ঘটনাস্থল থেকে সরতেই ওই চালক ট্রাকটি পার্কিং থেকে বের করে নিয়ে চলে যাবার চেষ্টা করেন। সেসময় কনস্টেবল শিবলাল সোরেন ট্রাকটি দাঁড় করালে চালকের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। কর্তব্যরত অবস্থায় হাতাহাতিতে জড়ানোয় কনস্টেবল শিবলালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial