ময়নাগুড়ি, ৫ মার্চঃ জাতীয় সড়কে গাড়িকে ওভারটেক করতে গিয়ে লোহার পাইপ ঢুকে মৃত্যু হল এক লরি চালকের। বুধবার রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি-ধূপগুড়ি ২৭ নং জাতীয় সড়কের চূড়াভান্ডার সেতুর কাছে। মৃত লরি চালকের নাম আবদেশ যাদব (৪৫)। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়।
লোহার পাইপ বোঝাই লরিটি কলকাতা থেকে আগরতলা যাচ্ছিল। হাইওয়ে ট্রাফিক ওসি মোস্তফা হোসেন বলেন, ‘চূড়াভান্ডার সেতুর কাছে লরিটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে একটি গাড়ি চলে আসায় লরির ব্রেক কষেন চালক। সেই সময় পিছন থেকে একটি লোহার পাইপ এসে চালকের শরীরে ঢুকে যায়।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। চালককে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে।