বীরপাড়া: এশিয়ান হাইওয়েতে ট্রাকের সঙ্গে টোটোর সংঘর্ষে আহত হলেন দুইজন। বুধবার বিকেলে বীরপাড়া থানার গ্যারগান্ডা নদীর সেতুর কাছের ঘটনা। জানা গিয়েছে, টোটোটি বীরপাড়া(Birpara) থেকে যাত্রী নিয়ে শিশুবাড়ি যাচ্ছিল। আহতরা শিশুবাড়ির বাসিন্দা। তাদের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত একজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। আরেকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পরই গা ঢাকা দেন টোটোচালক।
এশিয়ান হাইওয়েতে টোটোয় গাড়ির ধাক্কা এই প্রথম নয়। অত্যন্ত দুর্বল কাঠামো দিয়ে তৈরি হয় টোটো। নেই কোনও অটোমোবাইল সংস্থার স্বীকৃতি। চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স। পুলিশও মানছে, পকেট রোড ছাড়া রাজ্য সড়ক, হাইওয়েতে যাত্রী পরিবহণের অনুমতি নেই টোটোর। কিন্তু মাদারিহাট, বীরপাড়া, ফালাকাটা থানা এলাকায় বিভিন্ন রাজ্য সড়ক এমনকি এশিয়ান হাইওয়েতেও টোটোর অবাধ চলাচল বেড়েই চলেছে। বীরপাড়ার ট্রাফিক ওসি সিজান মোচারি জানান, হাইওয়েতে যাত্রী ও পণ্য পরিবহণ করতে এর আগে টোটোচালকদের অনেকবার নিষেধ করা হয়েছে। ফের বৈঠক ডাকা হবে।