রাজগঞ্জ: পশ্চিম মেদিনীপুর থেকে অসমে পাচারের পথে নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল ট্রাক ভর্তি শূকর। শুক্রবার শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ডি জাতীয় সড়কে হাতিমোড়ে ঘটনাটি ঘটে। চালক সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতরা হল গাড়ির চালক সুব্রত বিশ্বাস (২৪), কিশন বিশ্বাস (২৬) ও অমিত কুমার (২৩)। অমিতের বাড়ি বিহারে এবং অন্য দু’জনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ট্রাকটিকে দাঁড় করাতেই ভেতর থেকে শূকরের ডাক শোনা যায়। তল্লাশি চালাতে উদ্ধার হয় ৪৫টি শুকর। ট্রাকচালক কোনও নথি দেখাতে পারেনি। ধৃতরা জেরায় স্বীকার করে, তারা শূকরগুলি পশ্চিম মেদিনীপুর থেকে অসমে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।