চ্যাংরাবান্ধা: বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে রাজ্য সরকারের সুবিধা ভেহিকেল সিস্টেম অবিলম্বে বাতিলের দাবিতে চ্যাংরাবান্ধা স্থল বন্দরে বিক্ষোভে শামিল হলেন ট্রাক মালিকরা। ট্রাক মালিক সমিতির তরফে শুক্রবার একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চ্যাংরাবান্ধা সীমান্তের (Changrabandha Border) বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তাঁদের অভিযোগ, পরিকাঠামোগত উন্নয়ন না করে চ্যাংরাবান্ধা সীমান্তে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে সুবিধা পোর্টাল চালু করা হয়েছে। এই সিস্টেমে বাংলাদেশে পণ্য পাঠানোর জন্য যেকোনও প্রান্ত থেকেই ব্যবসায়ীরা অনলাইনে আবেদন করে ট্রাকের ক্রমিক নম্বর পেয়ে যাচ্ছেন। এতে এই সীমান্তের ট্রাক মালিকদের আগের মতো ট্রাক ভাড়া না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর ট্রাকের ঠিকমতো ভাড়া না হলে চ্যাংরাবান্ধা, ভোটবাড়িসহ সংলগ্ন এলাকার অনেক মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যেতে পারে। কারণ বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় তেমন কোনও কর্মসংস্থান নেই। মূলত বাংলাদেশে পণ্য পরিবহণের উপর ভরসা করেই ট্রাক কিনে রোজগার করছিলেন অনেক মানুষ। এই অবস্থায় নতুন সিস্টেম চালু হওয়াতে তাঁদের মাথায় হাত পড়েছে। তাই অবিলম্বে এই সিস্টেম বাতিলের দাবিতে সরব হয়েছেন তাঁরা। এদিনের মিছিলে চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ, সহ সভাপতি মোস্তফা ইসলাম, কোষাধ্যক্ষ পঙ্কজ কুমার আগরওয়াল প্রমুখ নেতৃত্ব দেন।
আরও পড়ুন: Dinhata | মরিচা ধরেছে সেতুর কাঠামোয়, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত