চ্যাংরাবান্ধা: অবশেষে চ্যাংরাবান্ধা সীমান্তের ট্রাক টার্মিনাসে আটকে পড়া ট্রাক চালক ও খালাসীদের খাদ্য সামগ্রী মিলল। বৃহস্পতিবার ট্রাক পার্কিং কর্তৃপক্ষের তরফে তাদের হাতে চাল, ডাল, তেল, লবন, সাবান ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। এরপরেও সমস্যা হলে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
গত ১৩ দিন ধরে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে পণ্য বোঝাই ট্রাক নিয়ে আটকে রয়েছেন কলকাতা সহ অন্যান্য রাজ্য থেকে আসা চালক ও খালাসীরা। কারণ করোনা পরিস্থিতির জন্য গত ১৩দিন থেকে এই স্থলবন্দর দিয়ে সমস্ত প্রকার বৈদেশিক বাণিজ্য রেখেছেন ব্যবসায়ীরা। ফলে সেখানেই আটকে পড়েন চালক ও খালাসীরা।
তারা জানান, বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে ভুটান থেকে বোল্ডার বোঝাই করে নিয়ে আসেন।এই অবস্থায় হটাৎ করে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য পাঠানো বন্ধ হয়ে হয়ে যায়। আর এতেই তারা চরম সমস্যায় পড়েছেন। তাদের মধ্যে কেউ কলকাতা, বিহার,পঞ্জাব সহ অন্যান্য রাজ্যেরও বাসিন্দাও রয়েছেন। হটাৎ করে সীমান্তে আটকে পড়ায় তাদের টাকাও ফুরিয়ে গিয়েছিল। খাবারের সমস্যা হচ্ছিল। কেউ তাদের খোঁজ খবর রাখছিলেন না বলে তারা অভিযোগ করেন।দেরিতে হলেও অবশেষে সাহায্য মেলায় অনেকটাই স্বস্তি তারা পেলেন বলে জানান ট্রাক চালক ও খালাসীরা।