চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধার ধর্মীয় স্থান হকমঞ্জিল চত্বর দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখছেন স্থানীয় কিছু মানুষ। যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সেখানে আসা পুণ্যার্থীদের। তবে শুধু পুণ্যার্থী কিংবা বাইরে থেকে আসা মানুষজনকেই নয়, বিপদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে ওই চত্বরে থাকা মাদ্রাসা মাকসুদিয়া মদিনাতুল উলুমের পড়ুয়াদেরও। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে হকমঞ্জিল চত্বরে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে প্রশাসনের দারস্থ হলেন মাদ্রাসা কর্তৃপক্ষ। ট্রাক ঢোকা রুখতে এদিন রাস্তা কেটে দিয়েও প্রতিবাদ জানানো হয়।
মাদ্রাসার সভাপতি ওয়াসিম বাড়ি, সাইফুল রহমান প্রমুখ বলেন, ‘হকমঞ্জিল চত্বরজুড়ে কিছু মানুষ ট্রাক পার্কিং করছেন।এতে এলাকার নিরাপত্তা ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে কারণ ট্রাক দিয়ে সিসি ক্যামেরা ঢেকে থাকছে। মৌখিকভাবে এবং মাইকিং করেও ট্রাক দাঁড় করিয়ে রাখার বিষয়ে নিষেধ করা হয়েছে একাধিকবার কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না। তাই সমস্যা সমাধানের দাবিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।‘ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে।