নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারিঃ দু’দিনের ভারত সফরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ আহমেদাবাদে সপরিবারে আসেন ট্রাম্প। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সবরমতী আশ্রমে পৌঁছান তাঁরা। আশ্রমে ঢুকে মহাত্মা গান্ধির ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান ট্রাম্প ও মোদি। আশ্রম থেকে বেরোনোর আগে ভিজিটর্স বুকে ট্রাম্প লেখেন, ‘এই অভূতপূর্ব সফরের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ।’ এরপর বেলা ১টা নাগাদ মোতেরা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী ও ট্রাম্প। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অভিভূত হয়েছেন ট্রাম্প। মোতেরায় বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট। মোতেরা স্টেডিয়ামে দুই রাষ্ট্রপ্রধান মোদি ও ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর ভারতবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প। তাঁর বক্তব্যে উঠে এসেছে ভারতের বলিউড, ক্রিকেট থেকে শুরু করে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলিও। তিনি জানান, ভারতের প্রতিরক্ষা খাতে ৩ বিলিয়ন ডলারের বেশি চুক্তি করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি পাকিস্তানের সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আরও জানান, বিশ্ব ভারতকে ভালোবাসে। ভারতের সংস্কৃতিকেও তিনি ভালেবাসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। সন্ত্রাসবাদ দমনে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদি।
এদিন বিকেলে আগ্রায় তাজমহল দর্শনে আসেন ট্রাম্প পরিবার। স্ত্রী মেলানিয়াকে নিয়ে তাজমহল ঘুরে দেখেন তিনি। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাজমহলে কাটানোর পর ৬টা ৪৫মিনিট নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল সকাল ১০টা থেকে ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।