ওয়াশিংটন: চলছে গণনা। ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই। কড়া টক্কর বাইডেনের। তবে এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না হোয়াইট হাউসের সিংহাসন কার দখলে?
ন্যাশনাল পাবলিক রেডিওর একটি প্রতিবেদনে জানা গিয়েছে, ৭ কোটি ৭ লক্ষ ভোট বেশি পেয়েছে বাইডেন, যা ২০০৮ সালে পাওয়া ওবামার রেকর্ড ভেঙেছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জো বাইডেন ২৬৪ ও ট্রাম্প ২১৪ আসন পেয়েছেন। ক্রমশই পরাজিত হওয়ার দিকে যাচ্ছেন ট্রাম্প। কিন্তু তিনিও অত সহজে হার মানবার মানুষ নন। তাই বিভিন্ন রাজ্যে আইনি লড়াইয়ে যাচ্ছেন তিনি। একদিকে জর্জিয়ায় তাদের দাবি যে চ্যাথাম কাউন্টিতে তাদের এক অবজার্ভার দেখেছেন যে লেট ব্যালট মেশানো হচ্ছে মেইল-ইন ব্যালটের সঙ্গে। আবার পেনসেলভ্যানিয়া ও মিশিগানে, ট্রাম্প ক্যাম্পেন বলছে, তাদের উপযুক্ত অ্যাকসেস দেওয়া হয়নি ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য। ফলে ইতিমধ্যেই পেনসেলভ্যানিয়া, মিশিগান ও জর্জিয়ায় ইতিমধ্যেই মামলা ঠুকেছেন তাঁর আইনজীবিরা। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন ট্রাম্পের এই সব আইনি কৌশল গণনা প্রক্রিয়াকে কিছুটা বিলম্ব করতে পারে। তবে ফলাফল পালটে দিতে পারে না।