তুফানগঞ্জ, ৯ জানুয়ারিঃ গাঁজা চাষ রুখতে অভিযানে বক্সিরহাট থানার পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনিতে অভিযান চালিয়ে প্রচুর গাঁজা গাছ নষ্ট করে পুলিশ। নেতৃত্ব দেন তুফানগঞ্জের এসডিপিও জামিয়াং জিম্বা। এছাড়া ছিলেন বক্সিরহাট থানার ওসি কাশ্যপ রাই, জোড়াই পুলিশ আউটপোস্টের ওসি মলয় ঘোষ, এসআই সৌগত রায়, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মী সহ আরও অনেকে। এই বিষয়ে বক্সিরহাট থানার ওসি কাশ্যপ রাই জানান, এদিন অভিযান চালিয়ে প্রায় ৬ বিঘা জমিতে চাষ করা প্রচুর গাঁজা গাছ পুড়িয়ে নষ্ট করা হয়েছে। অবৈধভাবে গাঁজার কারবার রুখতে লাগাতার এইধরনের অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
এবারের বাজেটে আলাদা নজর রেলে, অর্থমন্ত্রীর ঘোষণা বিপুল বরাদ্দের
ডিজিটাল ডেস্ক : ২৪ এর লোকসভা নির্বাচনের আগে ২৩ এর কেন্দ্রীয় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের বাজেটে...
Read more