ডিজিটাল ডেস্ক : অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রকাশ্যে খুন হয়ে গেল ভারতীয় ছাত্র (Indian Student) ঘটনাটি ঘটেছে কানাডায়। জানা গিয়েছে, কার্তিক বাসুদেব নামের এক ছাত্রকে টরেন্টো শহরের মেট্রো স্টেশনের সামনে গুলি করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। প্রসঙ্গত, বৃহস্পতিবার টরেন্টো মেট্রো স্টেশনে বন্দুকবাজের হামলা মুখে পড়েন কার্তিক বাসুদেব নামের এক ভারতীয় ছাত্র। তাঁকে সামনে থেকে গুলি করে মারা হয়। হামলার পর দ্রুত গুলিবিদ্ধ ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। অন্যদিকে ঘটনার পর দুই দিন কেটে গেলেও এখনো পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি কানাডা পুলিশ। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কার্তিক বাসুদেবের ওপর যে বন্দুকবাজ হামলা চালিয়েছিল সে মাঝারি উচ্চতার এক কৃষ্ণাঙ্গ যুবক। আপাতত কার্তিক বাসুদেবের দেহাবশেষ ভারতে ফিরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। ঘটনায় নিহত ভারতীয় ছাত্রের পরিবারে নেমেছে শোকের ছায়া।
আরও পড়ুন : ইউক্রেনের ক্রামাটর্সক স্টেশনে রকেট হামলায় মৃত ৫ শিশু সহ ৫০