ওয়াশিংটন: মাত্র ১৫ মিনিটের ব্যবধানে এক বছরের তফাতে জন্ম নিল যমজ শিশু। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার নাটিভিদাদ মেডিকেল সেন্টারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি ভাইরাল হয়েছে। ১৫ মিনিটের ব্যবধানে ১ বছরের তফাতে জন্ম হয়েছে দুই শিশুর। ফাতিমা মাদ্রিগাল নামের এক মহিলা যমজ সন্তান প্রসব করেছেন। আইলিন এবং আলফ্রেডো ট্রুজিলো নামের দুই শিশু মাত্র ১৫ মিনিটের ব্যবধানে ভিন্ন বছরে জন্ম নেয়। জানা গিয়েছে, ফাতিমা প্রথম সন্তান জন্ম দেন আলফ্রেডো আন্তোনিও ট্রুজিলোকে রাত ১১টা ৪৫ মিনিট ৩১ ডিসেম্বর, ২০২১সালে। এরপর দ্বিতীয় সন্তান জন্ম দেন আয়লিন ইয়োলান্ডা ট্রুজিলোকে ঠিক ১ জানুয়ারী শনিবার মধ্যরাতে ২০২২ সালে। হাসপাতাল থেকে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই তোলপাড় নেট দুনিয়া।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial