পাঠানকোট: পাঠানকোটে সহকর্মীর গুলিতে দুই সেনা জওয়ান নিহত হয়েছেন। ওই জওয়ান চার বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত। ঘটনার পর সে পালিয়ে গিয়েছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোরে পঞ্জাবের পাঠানকোট জেলার মিরথাল সেনানিবাসে ২২ বছরের ওই জওয়ান পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের দুই জওয়ানকে গুলি করে বলে অভিযোগ। গুলির শব্দ শুনে সেনাবাহিনীর অন্য জওয়ান ও আধিকারিকরা ছুটে আসেন। তাঁরা জখম দুজনকে উদ্ধার করে পাঠানকোটের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। সহকর্মীদের গুলি করে সেনানিবাস ছেড়ে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। পরে পুলিশ ও সেনা অভিযান চালিয়ে সেনানিবাস থেকে কয়েক কিলোমিটার দূরে তাকে গ্রেপ্তার করে। কী কারণে সে এমন কাণ্ড ঘটাল, তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা।
আরও পড়ুন : অসমের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, তবে দুর্যোগের ভয় এখনো কাটছে না