আসানসোল: আসানসোল পুরনিগমের রানিগঞ্জের ৩৫ নং ওয়ার্ডের রনাইয়ে গড়িয়াতোলি পুকুর লাগোয়া এলাকার পরিত্যক্ত একটি খোলামুখ খনির থেকে গত রবিবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। সোমবার জানা যায় মৃতদেহটি রনাইয়ের শহীদ নগরের বাসিন্দা বছর ২০-র ফিরোজ আনসারির। মৃত ঐ যুবকের পরিবারের সদস্যদের দাবি, তাদের ছেলেকে খুন করে ফেলে দেওয়া হয়েছে চানকের জলে। পরিবারের তরফে মোট ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করা হয় রানিগঞ্জ থানায়। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের নামে পুলিশ মামলা করে। লিখিত অভিযোগের পর পুলিশ শহীদ নগর এলাকা থেকে মহম্মদ গোর্খা ও নওশাদ আলিকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাদেরকে আসানসোল জেলা আদালতে পাঠান হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক দুজনের জামিন নাকচ করে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিকে, সোমবার সন্ধ্যায় খবর রটে যায়, এই ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থানা থেকে ছাড়িয়ে দিয়েছেন। এরপর ঐ খবরের ভিত্তিতেই রনাইয়ে জাতীয় সড়ক ও ওয়ার্ড কাউন্সিলর আখতারি খাতুনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পরে পুলিশ পৌঁছায় এলাকায়। বিক্ষোভরত বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্ত্রী-কে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বাঁশঝাড় থেকে এক বধূর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের শামুকতলায়। শামুকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট চৌকির বস গ্রামের...
Read more