কলকাতা: দুই পুলিশকর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হল দুই যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দমদমের এয়ারপোর্ট থানা এলাকায়। মারধরে এসআই অভিজিৎ বিশ্বাস সহ দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় দুই যুবক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল। সেইসময় অভিজিতবাবু ও তাঁর সঙ্গী তাদের পিছু ধাওয়া করেন। কিছুদূর গিয়ে তাঁরা ওই গাড়িটি আটকান ও ওই দুই যুবককে ধমক দিয়ে ছেড়ে দেন। এরপর ওই দুই যুবক ফিরে এসে অভিজিতবাবু ও তাঁর সঙ্গীকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ এসে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।