কালিয়াচক: রীতিমতো গাড়িতে করে হানা ছাগল চোরেদের। কালিয়াচক থানার লিচু বাগান থেকে ছাগল ও খাসি চুরি করে শেষ অবধি পালাতে গিয়ে ধরা পড়ে গেল চোরের দল। তাড়া খেয়ে স্থানীয় পাগলা নদীতে ঝাঁপ দিয়েও শেষরক্ষা হয়নি। জানান গেছে গাড়িতে খাসি ও ছাগল তুলে নিয়ে পালানোর সময় লিচুবাগানের মধ্যেই স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে দুই চোরকে। শুরু হয় গণধোলাই। শেষে পুলিশ গিয়ে দুই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুজনেরই বাড়ি মালদা শহরে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ তৃণমূল শিক্ষক সংগঠনের উদ্যোগে কাউন্সিলারদের সংবর্ধনা