শিলিগুড়ি: ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের জালে দুই। সোমবার রাতে গোপণ সূত্রে খবর পেয়ে ৩১ ডি জাতীয় সড়কে জটিয়াকালীর কাছে একটি ট্রাককে আটক করে স্পেশাল টাস্ক ফোর্স। ট্রাকে থাকা কুরবান ফরাজি ও মহসিন শেখ নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তাদের হেপাজত থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। মোট উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন তিন কেজি। পুলিশ জানিয়েছে, ধৃত দুজনই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে অসমের ডিমাপুর থেকে এই ট্যাবলেট তাঁরা সংগ্রহ করে। ট্যাবলেটগুলি মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার কথা ছিল। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে। ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আজই তাদের আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন : হেঁটে নদী পার হতে গিয়ে বিপর্যয়, চোখের সামনেই যুবককে গিলে নিল চোরাবালি