তুফানগঞ্জ: পুজো দিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে নিজেদের মনোনয়ন জমা দিলেন নাটাবাড়ি ও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মিহির গোস্বামী ও মালতি রাভা রায়। সোমবার দুপুরে শহরের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তুফানগঞ্জের মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন এই দুই প্রার্থী।
- Advertisement -
মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার সময় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার কেন্দ্রের সাংসদ জন বার্লা। মনোনয়ন জমা দেওয়ার পর বিজেপির জেলা সভাপতি মালতি রাভা রায় ও মিহির গোস্বামী জানান, তাঁরা জেতার ব্যাপারে একশো ভাগ আশাবাদী। বিজেপির দুই কেন্দ্রের দুই প্রার্থীর মনোনয়নের সময়ে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় পরিষদ সদস্য নিত্যানন্দ মুন্সী, জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, দুই জেলা সহ সভাপতি পুষ্পেন সরকার ও শিখা বসাক, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযোজক উৎপল দাস প্রমুখ।