হিলি: ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ দিনাজপুরের হিলির দুই যুবকের। শুক্রবার ওডিশার (Odisha) খরদাহতে দুর্ঘটনায় মৃত্যু হয় কনক পাহান (২১) ও বাদল পাহান (১৮) নামে দুই যুবকের। দু’জনেরই বাড়ি হিলি থানার মহিষনোটা এলাকায়। পাশাপাশি, ঘটনায় সাগর মণ্ডল (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এই খবর বাড়িতে পৌঁছোতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার জানিয়েছে, মাস দুয়েক আগে নির্মাণ শ্রমিকের কাজের জন্য ওডিশায় যান ওই যুবকরা। সেখানে তাঁরা ব্রিজের কাজ করতেন। এদিন ভোরে বালিবোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুনঃ উত্তর ধূপঝোরায় হাতির হানায় ভাঙল রান্নাঘর