লখনউ: ১১ বছরের কিশোরীকে লাগাতার গণধর্ষণের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। সন্তানের জন্মও দেয়। গাজিয়াবাদের(Ghaziabad) এই ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর বাড়িতে ভাড়া থাকত তারা। অভিযোগ, গত বছর ১৫ জানুয়ারি থেকে ওই কিশোরীর ওপর যৌন নির্যাতন শুরু করে দু’জন। প্রথমে ভয়ে বিষয়টা গোপন করে কিশোরী। শেষমেশ সেপ্টেম্বরের ৫ তারিখ দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। তদন্তের পর দুই অভিযুক্তের বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর চার্জশিট পেশ করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, মেয়েকে দেখে সন্দেহ হয় মায়ের। শারীরিক পরীক্ষার পর জানতে পারেন তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা। এরপরই পুলিশকে গোটা ঘটনার কথা জানান তিনি। মেডিকেল পরীক্ষা করে জানা যায়, ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা সে। পকসো আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দু’জনকে। আদালতে মামলাটি চলাকালীন সন্তানের জন্ম দেয় কিশোরী। দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় পকসো আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ