নাগরাকাটা: পাহাড়ের দুটি বন্ধ চা বাগান খুলতে চলেছে। দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের কাঞ্চনভিউ বাগানটি স্বাভাবিক হবে ১৫ এপ্রিলের মধ্যে। অন্যদিকে, ওই ব্লকেরই অরেঞ্জভ্যালি বাগান খুলছে বৃহস্পতিবার থেকে। বুধবার দুই বাগানকে নিয়ে দাগাপুরের শ্রমিক ভবনে আলাদা দুটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘পাহাড়ের দুটি বাগান তো রয়েইছে। বুধবার থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে ডুয়ার্সের কুমলাই চা বাগানেও। শ্রমিকদের পাশে রয়েছে রাজ্য সরকার। দ্রুত কালচিনির মধু বাগানটিও খুলে যাবে।’ উত্তরবঙ্গের অতিরিক্ত শ্রম কমিশনার মহম্মদ রিজওয়ান বলেন, ‘বন্ধ বাগান খুলতে শ্রমমন্ত্রী তৎপর। গত কয়েকমাসে একের পর এক বন্ধ বাগান খুলেছে।’
চা বাগানের নালায় চিতাবাঘের জোড়া শাবক
মেটেলি: সাতসকালে চা বাগানে জোড়া চিতাবাঘের শাবকের দেখা মিলল। ঘটনাটি মেটেলি (Meteli) ব্লকের চাপরামারী জঙ্গল সংলগ্ন চালসা চা বাগানের। শনিবার...
Read more