চালসা: ১৫ ও ১৬ মার্চ ব্যাংক ধর্মঘট। সেই কারণে এদিন মেটেলি ব্লকের বাতাবাড়ির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, চালসার সেন্ট্রাল ব্যাংক, মেটেলি বাজারের উত্তরবঙ্গ ক্ষেত্ৰীয় গ্রামীন ব্যাংকের ঝাঁপ বন্ধ ছিল। ফলে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
পাশাপাশি বাতাবাড়িতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গেটে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন তরফে ধর্মঘটের সমর্থনে পোস্টের লাগানো হয়েছে। সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক। অন্যদিকে, শনিবার, রবিবারও ব্যাংক বন্ধ ছিল। টানা চারদিন ব্যাংক বন্ধের জেরে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
- Advertisement -