বর্ধমান, ১৩ মার্চঃ রেল লাইনের ওপর মোবাইল নিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হল। বৃহস্পতিবার রাতে পূর্ব রেলের কালনা ও গুপ্তিপাড়া রেল ষ্টেশনের মাঝে পাণ্ডুয়া রেলগেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত টোটন সাঁতরা (২৬) পূর্ব বর্ধমানের কালনা স্টেশান সংলগ্ন এলাকায় বাড়ি বাসিন্দা ছিলেন। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। যুবকের বাবা উত্তম সাঁতারা জানিয়েছেন, রেল লাইনের ওপর বসে টোটন তাঁর বন্ধুদের সঙ্গে মোবাইলে গেম খেলছিল। সেই সময় আপ লাইনে আসা কামরুপ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর ছেলে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ওই রাতে রেল লাইনের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময়, ট্রেনের ধাক্কায় কালনার পূর্ব সাতগাছিয়ার মালো পাড়ার বাসিন্দা নরত্তম হালদার (২২) এর মৃত্যু হয়েছে। কালনা ও গুপ্তিপাড়া রেল ষ্টেশনের মাঝে বন্দেবাজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।মৃতের দাদা গোপাল হালদার জানিয়েছেন, রাতে রেল লাইন ধরে মোবাইল কানে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। রাতেই জিআরপি মৃতদেহ উদ্ধার করে, কালনা হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
‘আগুন নিয়ে খেলছেন বিজেপির জনপ্রতিনিধিরা’, মন্তব্য ‘গদ্দার’ সুমনের
কলকাতা: উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার যে দাবি বিজেপির কিছু নেতা-নেত্রী তুলছেন তা রীতিমতো আগুন নিয়ে খেলা করার সমান। সোমবার...
Read more