কিশনগঞ্জ: ঘুষ নেওয়ার অভিযোগে দুই ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ। বিহারের (Bihar) আরারিয়ায় বিহার রাজ্য ভিজিল্যান্সের একটি বিশেষ দল বুধবার দুইজন ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। পাটনা থেকে আসা ভিজিল্যান্সের ডিএসপি অরুন পাসওয়ান এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানা গিয়েছে, ধৃত দুই ইঞ্জিনিয়ার আরারিয়ার গ্রামীণ পথ নির্মাণ বিভাগে কর্মরত ছিলেন। ধৃতদের কাছ থেকে ৬ লক্ষ ৭৫ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্র অনুসারে জানা গিয়েছে, শিব কুমার বর্মা নামের একজন ঠিকাদার গত ৮ জুলাই ভিজিল্যান্সের দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগ ছিল, ওই দুই ইঞ্জিনিয়ার কাজের বদলে ঘুষ নিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তের পরে ভিজিল্যান্সের আধিকারিকরা আরারিয়ার সহকারী ইঞ্জিনিয়ার হেমচন্দ্র লাল করণের বিরুদ্ধে ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দিয়ে ৬২ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। অপর ইঞ্জিনিয়ার ফুলেশ্বর রজককে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় একই কায়দায় গ্রেপ্তার করা হয়।