উত্তরবঙ্গ সংবাদ ডেস্ক: মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল চারশোরও বেশি যাত্রী। জানা গিয়েছে, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যাত্রা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই মাঝ আকাশে খুবই কাছাকাছি চলে এসেছিল বেসরকারি বিমান পরিবহণ সংস্থার দুটি বিমান। কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা এড়ানো গিয়েছে। র্যাডার কন্ট্রোলারের চোখে পড়তেই সতর্ক করে দেওয়া হয় দুই বিমানের চালকদের। যার ফলে দুই বিমানের মোট ৪২৬ জন যাত্রী রক্ষা পান। ঘটনায় তদন্তের নির্দেশ ইতিমধ্যেই ডিজিসিএ জারি করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
গত ৯ জানুয়ারি ঘটনাটি ঘটেছে। সেদিন বেঙ্গালুরু থেকে একটি বিমান কলকাতার দিকে যাচ্ছিল। আর একই বিমানবন্দর থেকে ভুবনেশ্বরে যাচ্ছিল আরেকটি বিমান। কিন্তু আকাশে ওড়ার কিছু সময়ের মধ্যেই দু’টি বিমান পরস্পরের এতটাই কাছে চলে এসেছিল যে যেকোনও মুহূর্তে মুুখোমুখি সংঘর্ষ ঘটে যেত। ওই দিন বেঙ্গালুরু-কলকাতা বিমানে ছিলেন ১৭৬ জন যাত্রী এবং ৬ জন ক্রু আর বেঙ্গালুরু-ভুবনেশ্বরগামী বিমানে ছিলেন ৬ জন ক্রু এবং ২৩৮ জন যাত্রী।