ডিজিটাল ডেস্ক : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের সূত্রে বউবাজারে আবারও দেখা গিয়েছে বাড়িতে ফাটল। ইতিমধ্যেই এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যেই এবার কেএমআরসিএল জানিয়েছে, সোমবার বউবাজারের দুটি বাড়ি ভাঙা হতে পারে। ইতিমধ্যেই বাড়ি ভাঙা হলে যাতে পাশের বাড়ির কোনো ক্ষতি না হয়, তার জন্য সাপোটিং জ্যাক লাগানো শুরু হয়েছে। সূত্রের খবর, ১৬ ও ১৬/১ বাড়ি দুটি ভাঙা হতে পারে আজ। তবে আগে ইঞ্জিনিয়াররা এসে প্রথমে বাড়ি দুটি দেখবেন। প্রাথমিকভাবে বাড়ি দুটি আংশিক ভাঙার সিদ্ধান্ত নিয়ে এগোনো হচ্ছে। তবে প্রয়োজন পড়লে পুরো বাড়ি ভাঙা হবে বলে জানা গিয়েছে। যে বাড়িগুলি ভাঙা হবে, তাঁর যাবতীয় আসবাবপত্র বাগবাজার গোডাউনে নিয়ে যাওয়া হবে বলে খবর। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবুও বাড়ি ভাঙার সিদ্ধান্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।
আরও পড়ুন : জাতীয় ডেঙ্গি প্রতিরোধ দিবসে সচেতনতা শিবির নকশালবাড়িতে